2024-12-18
agartala,tripura
রাজ্য

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বড়দিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ খ্রিস্টান ধর্মালম্বী লোকেদের অন্যতম প্রধান উৎসব বড়দিন। সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বড়দিন, করোনা মহামারীর কারনে বিগত দিনগুলিতে বড়দিন পালন ক্ষুদ্র পরিসরে করা হলেও এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বড় পরিসরে রাজধানীর মরিয়ম নগরে চার্চে পালিত হল বড়দিন আর এই বড়দিন উপলক্ষে মরিয়ম নগর চার্চ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে মিলন মেলার। আজ সকালে মরিময় নগর চার্চে কেক কেটে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন ঐক্যের ভিত সুদৃঢ়করণ ও সমৃদ্ধির অন্যতম শর্ত, শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সবার কল্যাণের পথ প্রদর্শক প্রভু যীশু। রাজ্যবাসী দ্বারা ন্যস্ত দায়িত্ব যথার্থ প্রতিপালনের লক্ষ্যে অন্তিম ব্যক্তির কল্যাণের আমরাও নিরন্তন কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে মরিয়মনগর শান্তির রানী ক্যাথলিক চার্চ-এ উপস্থিত হয়ে রাজ্যবাসীর কল্যানার্থে প্রাথনা করেছেন বলে জানান। তাছাড়া এদিন তিনি নতুন বছরে ৪ জানুয়ারি রাজ্যবাসী নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের পথচলার সাক্ষী থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বলেও জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service