জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাছাড়া রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্মার্ট সিটি প্রকল্পের যে স্বপ্ন সেই স্বপ্নকে সাকার করতে সাফাই কর্মীরা যে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তা বলার অপেক্ষা রাখে না, বুধবার রাজধানী আগরতলা টাউন হলে আগরতলা পুরো নিগমের সাফাই কর্মীদের উদ্যোগে নিগমের সমস্ত কর্পোরেটর মেয়র এবং ডেপুটি মেয়র কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এদিন নিগমের সাফাই কর্মীরা মেয়র ডেপুটি মেয়র এবং পুরো নিগমের সমস্ত কাউন্সিলরদের সংবর্ধনা জানান। এদিন মন্ত্রী আরো বলেন সাফাই কর্মীদেরউৎসাহ প্রদানের তাদের পাশে থাকা জরুরী সেদিকে লক্ষ্য রেখে নিগমের মেয়র ডেপুটি মেয়র এবং কাউন্সিলররা নিজেদের দায়িত্ব সোশ্যাল থাকবেন বলে আশা ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে সাফাই কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
পুর নিগমের সাফাই কর্মীদের দ্বারা সংবর্ধনা জ্ঞাপন নিগমের মেয়র, ডেপুটি মেয়র এবং কর্পোরেটরদের
- by janatar kalam
- 2021-12-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this