তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের বন্য দাঁতাল হাতির উন্মত্ত তান্ডবে ধ্বংসস্তূপ বসতঘর । ঘটনা তেলিয়ামুড়া বন-দপ্তরের অধীন চাকমাঘাট এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার ভোর আনুমানিক ৪ টা নাগাদ তেলিয়ামুড়া বন-দপ্তরের অধীন চাকমাঘাটের গ্রামীণ এলাকায় একটি দাঁতাল বন্য হাতি গ্রামে ঢুকে সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলে পড়ে । বন্য হাতির উন্মত্ত তাণ্ডবে নিমেষের মধ্যেই ধ্বংসস্তূপ আকৃতির রূপ নেয় স্থানীয় একটি বাড়ির দু’টি বসত ঘর । আত্মরক্ষার তাগিদে শুরু হয় চিৎকার-চেঁচামেচি ও দৌড়ঝাঁপ । যদিও এই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তেলিয়ামুড়া বন-দপ্তরের কোন আধিকারিক সহ “ADS” টিম বাহিনী । পরবর্তীতে সকাল নাগাদ স্থানীয় গ্রামীণ এলাকার সকলের চেষ্টায় বন্য দাঁতাল হাতিটি লোকালয় ছেড়ে জঙ্গল মুখী হয় । বন্য দাঁতাল হাতিটির এই উন্মত্ত আক্রমণের ফলে যেন গ্রামের একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে বসেছে । এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে সংবাদ পরিবেশনের পরেও তেলিয়ামুড়ার বন-দপ্তরের আধিকারিকেরা গ্রামীণ এলাকার বিপদগামী মানুষদের জীবন রক্ষা করতে ফের একবার কোন রকম আদৌও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে সচেষ্ট হয় কি না !!
রাজ্য
সাতসকালে বন্য হাতির তান্ডবে ধ্বংস এক বসতঘর
- by janatar kalam
- 2021-12-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this