2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির নয়া কৌশল নিরূপণ আবশ্যক- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা টাউন হলে আয়োজিত হল ত্রিপুরা রাজ্য কৃষি স্নাতক সমতির ১০ম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন কৃষক কল্যাণে নিযুক্ত আধিকারিক ও অন্যান্য ব্যক্তিদের আত্ম সন্তোষ্টির উর্দ্ধে উঠে, ন্যস্ত দায়িত্বের নির্ধারিত গন্ডির বাইরে গিয়ে কর্তব্যের প্রতি একাত্ব মনোনিবেশ ও তথ্যনির্ভর কার্যসম্পাদন প্রচেষ্টার বদলে, নির্ধারিত লক্ষ্যে স্বার্থকতা নিরুপণ ও নিয়মিত পর্যালোচনা অবশ্যক। গতানুগতিক তথ্যনির্ভর ফলনের বদলে, অত্যাধুনিক প্রযুক্তিগত চাষ পদ্ধতি, সংশ্লিষ্ট ক্ষেত্র নিয়ে গবেষণা-সহ সফল কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির নয়া কৌশল নিরূপণ আবশ্যক। কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের চিহ্নিতকরণের মাধ্যমে, তাদের লব্ধ অভিজ্ঞতা নিরন্তর অভ্যান্তরীণ পর্যালোচনার মাধ্যমে অন্যদের সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়। রাজ্য সরকারের গৃহীত গুচ্ছ পরিকল্পনার সুফল রূপে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি পদাধিকারীকগনসহ অন্যান্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service