জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পাশের বাড়ির সিলিং থেকে বিড়াল নামাতে গিয়ে সিলিং থেকে পড়ে গুরুতর আহত অধীর বণিক নামক এক শিশু। জানা যায় বাবুয়া ভট্টাচার্য নামক এক ব্যাক্তির বিড়াল পাশের বাড়ির শিলিংয়ে উঠে গিয়েছিল তাই সেই বিড়ালটিকে নামানোর উদ্দেশ্যে অধির বনিক নামক শিশুটিকে শিলিংয়ের উপর উঠিয়ে দেয় তারা, কিন্তু পরক্ষনেই শিশুটি শিলিং ভেঙে নিচে পড়ে যায় এবং শিশুটি মাথায় আঘাত পায়। তারপর শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়ে দেয় কিন্তু শিশুটির অবস্থা থেকে তাকে রাজধানীর জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আজ এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান নিলিমা ঘোষ। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান… দোষী বাবুয়া ভট্টাচার্য,
S/O সুবোধ রঞ্জন ভট্টাচার্য,
শান্তি রঞ্জন সরকার,
S/O দীনেশ চ. সরকার,
ঝুমা ভট্টাচার্য,
W/O বাবুয়া ভট্টাচাজী।
পূজা ভট্টাচাজী,
D/O বাবুয়া ভট্টাচাজী। পরিবারের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এরজন্য যা যা করা দরকার সবগুলি নিজ দায়িত্বে করবেন বলে।
রাজ্য
শিলিং থেকে পড়ে আহত শিশুকে দেখতে হাসপাতালে গেলেন নিলিমা ঘোষ
- by janatar kalam
- 2021-12-18
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this