জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ সাব্রুম মেলারমাঠে বিজয় সমাবেশ ও যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া এদিন বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে আগতদের স্বাগত জানান। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সম্প্রতি সম্পন্ন হওয়া ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেস্টমেন্ট সামিট থেকে প্রায় তিন হাজার কোটির বাণিজ্যক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অচিরেই শিল্পসম্ভাবনাময় ও বাণিজ্যিক বিকাশ দ্বারা এক নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে রাজ্যে। SEZ, ICP, মৈত্রী সেতু সহ গুচ্ছ সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যের বাণিজ্যিক ও বিপুল অর্থনৈতিক সমৃদ্ধির সোপান হতে চলেছে সাব্রুম। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড় মাত্রায় ঘর তৈরির সুযোগ নিয়ে, এই কাজে ব্যবহৃত অত্যাবশ্যকীয় সামগ্রীর কৃত্রিম মূল্য বৃদ্ধির অপচেষ্টা পরিলক্ষিত হলে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যের উন্নয়নকে আরও গতিময় করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পক্ষে এই অঞ্চলের সচেতন মানুষ আস্থা স্থাপনের মাধ্যমে অনন্য নজির তৈরি করেছেন। পাশাপাশি তিনি এদিন আরও বলেন অশীতিপর অধীর দাশের মত দেবতুল্য কার্যকর্তাদের জন্যই কঠিন সময় কাটিয়ে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরাবাসীর বিপুল আস্থা অর্জন দ্বারা ক্রম উত্থান সম্ভবপর হয়েছে l ৮২ বছরেও, বার্ধক্যজনিত সমস্ত প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে, মনের গহীনে আজও “পদ্ম”কে যতনে আগলে রেখেছেন l একা হাঁটা দুষ্কর, তাই হুইল চেয়ারে বসেই সাব্রুম মেলার মাঠে আয়োজিত বিজয় সমাবেশ ও যোগদান সভায় উপস্থিত হলেন সাব্রুম পশ্চিম লুধুয়ার গুন চন্দ্র পাড়ার নিবাসী ভারতীয় জনতা পার্টির এই অনন্য সম্পদ স্বরূপ অধীর দাশ l সংগঠনের প্রতি আপনার আনুগত্য ও আত্মিক ঋদ্ধতার প্রতি কুর্নিশ l আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেনl
রাজ্য
বার্ধক্যজনিত সমস্ত প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে, মনের গহীনে আজও “পদ্ম”কে যতনে আগলে রেখেছে অধীর দাশ- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2021-12-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this