2024-12-18
agartala,tripura
রাজ্য

সংযুক্ত কিষান মোর্চার রাজধানীতে বিজয় দিবস উদযাপন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- উল্লেখ্য, দিল্লি সংলগ্ন গাজিপুর, টিকরি এবং সিঙ্ঘু সীমান্তে কৃষকদের বিক্ষোভ চলে বিগত একবছর ধরে। এই আবহে কয়েকদিন আগেই কৃষকদের তরফে আন্দোলন বন্ধের ইঙ্গিত মেলে। জানা গিয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবির ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তাছাড়া খড় পোড়ানো ইস্যুতে কেন্দ্র কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দেবে কেন্দ্র। পাশাপাশি আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে থাকা পুলিশ কেস প্রত্যাহার করার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তবে কেন্দ্র নাকি শর্ত রেখেছিল যে আগে আন্দোলন প্রত্যাহার করতে হবে তারপর মামলা প্রত্যাহার করা হবে। তবে এই বিষয়টি মেনে নেননি আন্দোলনরত কৃষকরা। এই নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কৃষকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা নেন আর তাতেই কৃষকদের জয় হয়। গোটা দেশের কৃষকরা আন্দোলনে হয়েছে সে উপলক্ষে সারাদেশে কৃষকরা শনিবার 11 ডিসেম্বর বিজয় দিবস পালন করেন তার থেকে বাদ যায়নি ত্রিপুরা রাজ্য সংযুক্ত কিষান মোর্চা পক্ষ থেকে শনিবার আগরতলার ছাত্র-যুব ভবনের সামনে থেকে কৃষক সংগ্রামের বিজয়ের রেলি বের করা হয় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সারাদেশে এই দিনটি বিজয় দিবস পালন করা হচ্ছ এবং আগরতলাতেও সংযুক্ত কিষান মোর্চা কৃষক ও শ্রমিকরা মিলে এই দিবসটি পালন করছে বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service