2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সুব্রতের নিশানায় বামেরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- যারা বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কথা বলে গলা ফাটাচ্ছেন, তারা বিচারক হেনস্থার দ্বায়ে সাজাপ্রাপ্ত তাপস দত্ত ,ত্রিলোকেশ সিনহা ও বাবুল দেবনাথের বিষয়ে চুপ কেন ? সিপিএমকে নিশানা করে বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন তুললেন দলীয় মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তাঁর অভিমত রাজ্যে বামেদের শাসন কালে কতটা অরাজকতা চছিলো , সে সময়ের গৃহীত এক মামলায় বৃহস্পতিবার বিলোনিয়া আদালতের সিপিএমের এই তিন নেতার বিরুদ্ধে রায় দান তারই প্রমান। উল্লেখ্য ২০১৫ সালের ২-রা সেপ্টেম্বর বামেদের ডাকে দেশব্যাপী ধর্মঘট ছিল। অভিযোগ বিলোনিয়াতেও এই বন্ধ সফল করার জন্য তান্ডব চালিয়েছিল সিপিএম নেতা কর্মীরা। বন্ধ না মেনে কাজে যোগ দিতে গেলে উল্লেখিত ৩ নেতার দ্বারা হেনস্থার শিকার হন বিচারক রুহিদাস পাল। দীর্ঘ ৫ বছর পর ২২ জনের সাক্ষবাক্য ভিত্তিতে এই রায়দান করে বিলোনিয়া আদালত।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service