2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সরকারী শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারীকরনের প্রতিবাদে আমরা বাঙালী ছাত্র সমাজের প্রতিবাদ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য সরকার রাজ্যের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে বেসরকারী সংস্থার হাতে তুলে দিচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করে দিচ্ছে তারই প্রতিবাদে আজ শিক্ষা দপ্তরের সামনে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে এক বিক্ষোভ-প্রতিবাদ প্রদর্শন করা হয়। এদিন বাঙালী ছাত্রযুব সমাজের ছাত্র সচিব বিপ্লব দাস বলেন রাজ্যের শিক্ষা দপ্তর বিদ্যালয় শিক্ষায় বেসরকারী মালিকানা ঢোকানোর পলিসি নিয়ে যে নোটিশ জারি করেছে তাতে রাজ্যের মানুষ বিস্মিত । গ্রামাঞ্চলের ছাত্র – ছাত্রীদের মধ্যে গুণগত মানের আরও বেশী শিক্ষা প্রসারের জন্যেই নাকি সরকারের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ’— মাননীয় শিক্ষামন্ত্রীর এজাতীয় বক্তব্য আমাদেরকে আরও বেশী অবাক করেছে । সরকারি হিসেব মতো গোটা রাজ্যে শুন্য বা নগন্য সংখ্যার ছাত্রের স্কুল দেখানো হয়েছে ১৯ টি । আসলে বাম আমল থেকেই রাজ্যে শিক্ষা ব্যবস্থার যে অধোগতি শুরু হয়েছিল বর্তমান সরকারের আমলে এসেও তা থামছে না । অথচ সরকার রাতদিন একনাগারে প্রচার করে চলেছে যে , গুণগত শিক্ষার প্রসারে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগসহ প্রায় সবধরনের উদ্যোগ তারা নাকি নিয়ে চলেছে । তবে কি গুণগত শিক্ষার প্রসারে ইতোমধ্যে সরকার গৃহীত সমস্ত উদ্যোগই ফেল । যদি তা হয়ে থাকে তো বর্তমানে শিক্ষামন্ত্রীর নৈতিক অধিকার নেই পদে থাকার । সরকারের বর্তমান পদক্ষেপ বেসরকারি করণের মাধ্যমে সরকারি ব্যবস্থার ব্যর্থতা ঢাকবারই এক অপ্রয়াস বলে বিশেষজ্ঞদের অভিমত, অন্যদিকে শিক্ষার বেসরকারিকরণের ফলে ভবিষ্যতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের গরিব ও নিম্নবিত্ত মানুষগুলি । কারণ পয়সার অভাবে বেসরকারী সংস্থা পরিচালিত স্কুলগুলি থেকে তাদের সন্তান সন্ততিগণ পাঠ নিতে পারবেনা । তাছাড়া এই পলিসিতে রাজ্যের শিক্ষিত বেকারদের চাকুরির সুযোগও সীমিত হয়ে যাবে । আসলে মোদি জমানায় দেশ যেভাবে বেসরকারি করণের পথে হাঁটছে তাতে আগামী দিনে যদি শিক্ষা , স্বাস্থ্যের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি সরকারী নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো ছাত্র – ছাত্রাসহ দেশের মানুষের দুর্ভোগ যে চরম আকার নেবে বলার অপেক্ষা রাখেনা বলে মত প্রকাশ করেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service