জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- একজন টিএসআর জওয়ান তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছে যখন সে কর্মস্থলে ছিল, উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে ছুটির অনুরোধে সাড়া না দেওয়ায়। তবে অভিযুক্ত জওয়ান সুকান্ত দাস ঘটনার পর মধুপুর থানায় আত্মসমর্পণ করেন। শনিবার সকালে মধুপুর থানার কোনবন জিসিএস ও ওএনজিসি এলাকায় এ ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় মার্কা সিং জামাতিয়া এবং কিরণ জামাতিয়া নামে দুই টিএসআর জওয়ান নিহত হয়েছেন। এদিকে শনিবার রাতে রাঙ্গাদুলাল দেববর্মা নামে এক টিএসআর জওয়ান মধুপুর থানায় অভিযুক্ত জওয়ান সুকান্ত দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা হয়েছে। মামলা নং মধুপুর থানা 20/2021, অস্ত্র আইনের 302/27 ধারায় 302 IPC মামলা মধুপুর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার মধুপুর থানার পুলিশ অভিযুক্ত জওয়ান সুকান্ত দাসকে বিশালগড় আদালতে ৫ দিনের রিমান্ডে নিয়ে যায়। যথারীতি আসামি সুকান্ত দাসকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন মাননীয় আদালত। রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি আইনজীবী এ কথা বলেন।
রাজ্য
আসামি সুকান্ত দাসকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
- by janatar kalam
- 2021-12-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this