জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নএর ১২ তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আজ আগরতলা টাউন হলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরুধী দল নেতা মানিক সরকারসহ দলীয় অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধীদল নেতা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন , “ত্রিপুরার মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন এবং নির্বাচনী কারচুপি অস্বীকার করছেন এমন কোনও হতবাক ঘটনা নয়। প্রধানমন্ত্রী নিজেই যখন মিথ্যা বলছেন, কীভাবে একজনের কাছ থেকে সত্য আশা করা যায়? মুখ্যমন্ত্রী?এটা লজ্জার বিষয় যে 2018 সাল থেকে ত্রিপুরায় কোনো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি এবং জাল তদন্তে অপরাধীদের ক্লিন-চিট দেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা যখন থানায় এফআইআর করতে যাচ্ছেন, তখন হামলাকারীদের চা, বিস্কুট খেতে পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা। তারপরে বিচার না পেয়ে নির্যাতিতাদের থানায় তিরস্কার করা হচ্ছে। আমি এখনও বলি তারা (বিজেপি) দুর্বল। মানুষ তাদের সহিংসতাকে তাদের শক্তি বলে ভুল বুঝছে কিন্তু তা শক্তি নয়। তারা খুবই দুর্বল এবং জানে। যে তাদের কোন জনসমর্থন নেই। এই কারণেই সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
রাজ্য
বিজেপি জানে এরা খুবই দূর্বল – মানিক সরকার
- by janatar kalam
- 2021-12-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this