জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ বিদ্যুৎ আইন -২০০৩ এবং বিদ্যুৎ আইন ( সংশোধনী ) বিল -২০21 প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহক সমিতিগুলির সম্মিলিত আহ্বানে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করা হয়। তারই অঙ্গ হিসাবে আজ ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতির উদ্যোগে আগরতলার বটতলায় নিম্নলিখিত ৬টি দাবিগুলির ভিত্তিতে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় ৷ ১ ) বিদ্যুৎ – কে পণ্য নয় , পরিষেবা হিসাবে বিবেচনা করতে হবে । ২ ) একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থবাহী জনবিরোধী ‘ বিদ্যুৎ আইন -২০০৩ এবং তার সংশোধনী বিল -২০২১ ‘ অবিলম্বে বাতিল ঘোষনা করতে হবে । ৩ ) প্রি – পেইড মিটার লাগানো চলবে না । ৪ ) তথাকথিত ‘ ক্রস সাবসিডি ’ তুলে দেওয়ার নামে সাধারণ গ্রহকদের জন্য বিদ্যুতের মাশুল বাড়ানো চলবে না । ৫ ) কৃষিতে বিনামূল্যে , গৃহস্থে ২০০ – ইউনিট পর্যন্ত বিনামূল্যে এবং ক্ষুদ্র শিল্প , ক্ষুদ্র ব্যবসায় ১ – টাকা ইউনিট দরে বিদ্যুৎ দিতে হবে । ৬ ) অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে কোন রকম বিধি – নিষেধ আরোপ করা চলবে না ৷ এদিনের কর্মসূচিতে‘ ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি’র কনভেনার শ্রী সঞ্জয় চৌধূরী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিদ্যুৎ একটি অতি আবশ্যক পরিষেবা ৷ সরকার এই বিদ্যুৎ – কে অতি মুনাফা অর্জনের সামগ্রী হিসাবে ব্যবহার করতে দেশের কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে । কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী পদক্ষেপের বরুদ্ধে রাজ্যের সকল স্তরের বিদ্যুৎ গ্রাহকগণ সংগঠিত আন্দোলনে এগিয়ে আসতে মাহ্বান জানান । তাছাড়া এদিন বিক্ষোভ সভার পরে এক প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মারফত কেন্দ্রীয় শক্তি মন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন।
রাজ্য
৬ দফা দাবিতে বিদ্যুৎ গ্রাহক সমিতির প্রতিবাদ দিবস পালন
- by janatar kalam
- 2021-12-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this