2025-05-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৫৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করলেন বিএসএফ ত্রিপুরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামীকাল বর্ডার সিকিউরিটি ফোর্স সালবাগান, আগরতলা ত্রিপুরা ৫৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলছে, তার আগের দিন তথা মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিগত এক বছরের বিএসএফ-র সাফল্য তুলে ধরেন তিনি। তাছাড়া এদিন তিনি আরও জানান গৌরবপূর্ণ নিরাপত্তা বাহিনীতে 9609 বর্ডার নিরাপত্তা ফোর্স সালবাগানে 25টি ব্যাটালিয়ন কিছু সীমান্তবর্তী রাজ্যের রাজ্য আর্মড পুলিশ ফোর্স থেকে টানা হয়েছে এবং ভারতের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অর্পণ করেছে। বিএসএফ দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি তার মর্যাদা ও ভূমিকায় বৃদ্ধি পাচ্ছে। কাউন্টার ইনসার্জেন্সি, কাউন্টার টেরোনিজম সহ জাতীয় নিরাপত্তার অন্যান্য দায়িত্ব। নকশাল বিরোধী অপারেশন জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় শান্তিরক্ষা মিশন, জাতীয় দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ অপারেশন এবং অন্যান্য বিভিন্ন দায়িত্ব 11 সালে প্রায় 26 লক্ষ জনবল অনুমোদিত শক্তির সাথে। বিএসএফ বিশ্বের সর্ববৃহৎ বর্ডার গার্ডিং ফোর্স হিসেবে আবির্ভূত হয়েছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। বর্তমানে ভারত-পাকিস্তান সীমান্ত এবং ভারত-বঙ্গদেশ সীমান্তে 6.386 36 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পাহারা দিচ্ছে । অতীতে অশান্ত রাজ্য পাঞ্জাব এবং জেএসকেতে সন্ত্রাসবাদ এবং অনুপ্রবেশ রোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত 10 বছরেরও বেশি সময় ধরে এটি মণিপুর রাজ্য এবং উত্তর-পূর্ব অঞ্চলের অন্যান্য রাজ্যে বিদ্রোহ দমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইভাবে। এটি গত 10 বছর ধরে মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার সাংবাদিক সন্মেলনে একথা বলেন আইজি (ইন্সপেক্টর জেনারেল) সুশান্ত কুমার নাথ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service