জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন শাসক দল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। ৫১ টি আসনের ৫১টিতেই জয় পেয়েছেন তারা। সেই সুবাদে জয়ী প্রার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহিত আজ উদয়পুর মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে যান এবং মার আশীর্বাদ নিয়ে আগামীদিনে জনসাধারণকে সুষ্ঠ পরিষেবা দেওয়ার সংকল্প নেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন দুর্নীতিমুক্ত নগর পরিষেবা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বিনম্রতার সহিত, অহংকারহীন বীরত্বপূর্ণ কর্মদক্ষতা রাজ্যের সার্বিক বিকাশকের গতিকে আরও ত্বরান্বিত করবে। আজ পুর ও নগর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত নির্বাচিত জনপ্রতিনিধিগন ত্রিপুরাসুন্দরী মায়ের আশীর্বাদ নিয়ে জনকল্যাণের সংকল্পে পথ চলার সূচনা করলেন। তাছাড়া নাগরিক সমস্যা নিরসনে ও কেন্দ্র রাজ্য গুচ্ছ প্রকল্পের সফল বাস্তবায়ন-সহ উন্নত নগর পরিষেবার মাধ্যমে নাগরিক প্রত্যাশা পূরণে নগর সংস্থাগুলি ইতিবাচক নজির স্থাপন করবে বলে আশা ব্যাক্ত করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, প্রদেশ বিজেপি সভাপতি ডঃ মানিক সাহা ও বিধায়ক রামপদ জমাতিয়াসহ রাজ্য মন্ত্রীসভার নেতৃত্বরা।
রাজ্য
বিনম্রতার সহিত, অহংকারহীন বীরত্বপূর্ণ কর্মদক্ষতা রাজ্যের সার্বিক বিকাশকের গতিকে আরও ত্বরান্বিত করবে- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2021-11-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this