জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামীকাল পুর নির্বাচন এর গণনা। তাই আজ উমাকান্ত স্কুলের কাউন্টিং হল পরিদর্শনে গেলেন ডিম দেবপ্রিয় বর্ধন, সদর এসডিএম অসিম সাহা এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার মানিক দাস। এদিন সংবাদমাধ্যমকে জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানান রাজ্য নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী গননা ক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা করা হয়েছে কিনা সে বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য আসা এবং গননা কেন্দ্রের সুরক্ষার বিষয় নিয়ে ও পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে কথা হয়েছে বলে জানান তিনি। তাছাড়া এদিন পরিদর্শনের পর পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস জানান উমাকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্রে যাতে কোনো ধরনের খামতি না থাকে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলে জানান।
রাজ্য
গননা কেন্দ্র পরিদর্শনে ডি এম, এস ডিএম ও পশ্চিম জেলা পুলিশ সুপার
- by janatar kalam
- 2021-11-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this