জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পণপ্রথা আমাদের সমাজের একটি অভিশাপ। এই পনের বলি হয়েছেন অনেক বাবা মার আদরের মেয়ে। পণপ্রথা অনেক বছর ধরে চলে আসলেও এই অভিশাপের অন্ত নিয়ে মাথাব্যাথা নেই কারুর। আর কত গৃহবধূ এই অভিশাপের কবলে পরে মৃত্যুর পথ বেঁচে নেবে কে জানে। আবারো এই পনের বলি হলো এক গৃহবধূ। ঘটনা ঊনাকোটি জেলার কৈলাশহর পুরো পরিষদ এর অন্তর্গত কালিপুর 13 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় কৈলাশহর যুবরাজনগর 2নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন দাসের মেয়ে সংগীতা দাসের গত দুই বছর আগে কালিপুরের বাসিন্দা দেবেশ দাসের সাথে বিয়ে হয় তাঁদের একটি কন্যা সন্তান ও রয়েছে বিয়ের পর থেকেই স্বামী দেবেশ দাস ও শাশুড়ি মিলে পন নিয়ে স্ত্রীর উপর প্রতিদিন নির্যাতন চালাত বলে অভিযোগ মৃতার পরিবারের,তবে অবশেষে আজ শ্বশুরবাড়িতে সঙ্গীতা দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ স্বামী ও শাশুড়ি মিলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে তবে এই ঘটনার বিষয়ে মৃতার পরিবার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত দোষীদের শাস্তির দাবি জানান। এদিন এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাশহর মহিলা থানার সেকেন্ড ওসি ও DSP সমুদ্র দেববর্মা সহ বিশাল পুলিশ ও TSR বাহিনী এবং কৈলাশহর মহিলা থানার পুলিশ স্বামী দেবেশ দাসকে আটক করে ও একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
রাজ্য
আবার ও পনের বলি এক গৃহবধূ
- by janatar kalam
- 2021-11-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this