2024-11-19
agartala,tripura
রাজ্য

বিগত সরকারের ব্যর্থতা ও ভ্রান্ত নীতির ফলে এক অংশ সন্ত্রাসের মত বন্ধা পথে চালিত হতে বাধ্য হয়েছিলেন- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা অমরপুর প্রতিনিধিঃ- অমরপুর মোটরস্ট্যান্ড এলাকায় আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিগত সরকারের অব্যবস্থাজনিত ব্যর্থতা ও ভ্রান্ত নীতির ফলে অনিশ্চিত ভবিষ্যতের মুখাপেক্ষি এক অংশ সন্ত্রাসের মত বন্ধা পথে চালিত হতে বাধ্য হয়েছিলেন। এক সময়ের সন্ত্রাস কবলিত ডম্বুর বর্তমানে আধুনিকতর পর্যটন কেন্দ্র রূপে রাজ্যের আর্থিক সমৃদ্ধির অন্যতম ভূমি। ত্রিপুরার কুখ্যাত ড্রাগ মাফিয়াদের নিরাপদ আশ্রয় দিয়ে তাদের অর্থে ত্রিপুরার মাটির একটা অংশকে উত্তপ্ত করতে চাইছে। গ্রামে সামান্য মাছের পোনা বন্টনে যেখানে মারপিট হত, বর্তমানে মোদীজির আন্তরিকতায় একদিনে ১ লক্ষ ৪৮ হাজার ঘর বন্টিত হয়। অমরপুরে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পক্ষে অমরপুরবাসীদের মূল্যবান মতাধিকার রাজ্যের বিকাশের ধারায় আরও গতি আনবে বলে অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service