2024-12-18
agartala,tripura
রাজ্য

আজ থেকে শুরু হল পুর নিগম ভোটে সরকারী কর্মচারীদের ভোট গ্রহন প্রক্রিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ -আজ উমাকান্ত একাডেমি বিদ্যালয়ের পুরনো বিল্ডিংয়ে রাজ্যের সরকারি কর্মচারী যারা ভোট গ্রহনের সাথে যুক্ত রয়েছেন তাদের ভোট গ্রহন প্রক্রিয়া। উক্ত প্রক্রিয়াটি চলে সদর মহকুমা শাসক অসীম সাহার তত্বাবধানে। এদিন সংবাদমাধ্যমকে সদর মহকুমা শাসক অসীন সাহা জানান এই ভোট গ্রহন প্রক্রিয়ার জন্য তিনটি কম্পার্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে ১-১৭, ১৮-৩৪, এবং ৩৫-৫১। ১৯ এবং ২০ শে নভেম্বর দুদিন এই ভোট গ্রহন প্রক্রিয়া চলবে বলে জানান এবং মোট ভোটার সংখ্যা দাড়াতে পারে ২৭০০ এর মত বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের ভোট গ্রহনকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service