জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- আজ রাজ্যের মনুবাজারে ভারতীয় জনতা পার্টি আয়োজিত যোগদান সভায় ১ হাজার ৩৫ জন অন্যান্য দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন এবং তাঁদের সকলকে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন একটা অংশ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উস্কানিমূলক পদক্ষেপের দ্বারা শান্তি বিঘ্নিত করে ত্রিপুরাকে বদনাম করার প্রচেষ্টা চালাচ্ছেন। এই প্রসঙ্গে প্রয়োজন সচেতনতা ও সজাগ দৃষ্টি। রাজ্যের মানুষের সঙ্গে অন্যায় বা তাদের বিশ্বাসে আঘাত হতে দেব না। আমার মত একজন সাধারণ পরিবারের সন্তানের উপরে প্রকট ভরসার মাধ্যমে আমার মা বাবার দেওয়া নাম “বিপ্লব” কে সর্বত্র পরিচিতি দিয়ে ত্রিপুরার নাগরিকরাই রাজ্যের গুরু দায়িত্ব ন্যস্ত করেছেন। মহিলাদের ক্ষমতায়ন ও রোজগার সুনিশ্চিতিকরণের লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনার প্রতি আস্থা স্বরূপ আজকের যোগদান সভায় বৃষ্টিকে উপেক্ষা করে বড় মাত্রায় মহিলারাও উপস্থিত হন।
রাজ্য
১ হাজার ৩৫ জন অন্যান্য দল ছেড়ে বিজেপি দলে যোগদান
- by janatar kalam
- 2021-11-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this