2024-11-18
agartala,tripura
রাজ্য

রাজ্যে ডেঙ্গুর প্রকোপ থাকলেও রাজ্যের মানুষ চিন্তিত নয়- রাধা দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যের কিছু অংশে ডেঙ্গুর প্রকোপ থাকলেও রাজ্যের মানুষ চিন্তিত নয় বলে জানিয়েছেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের প্রধান রাধা দেববর্মা। তিনি আজ সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগে একটি সংবাদ সম্মেলনে বলেন যে রাজ্যের বেশ কয়েকটি অংশে ইতিমধ্যে 255 জন ডেঙ্গু মামলা শনাক্ত করা হয়েছে। রাজ্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট, প্রয়োজনীয় ওষুধ এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনা রয়েছে। এ রোগ প্রতিরোধে মানুষকে আরও সচেতন হতে হবে। সংবাদ সম্মেলনে, রাজ্যের নোডাল অফিসার ডাঃ দীপ দেববর্মা বলেন যে এই বছরের 10 নভেম্বর পর্যন্ত 255 জন সংক্রামিত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 95% রাবার বাগান শ্রমিক হিসাবে কাজ করে। তিনি বলেন, চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত পাঁচ জেলায় ১৬১ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এর মধ্যে গোমতী জেলায় ৭৬টি, সিপাহীজলায় ২৭টি ও উত্তর জেলায় একটি, উনকোটি জেলায় ৫৬টি মামলা রয়েছে। তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু শনাক্তকরণ কিট ব্যবহার করা হচ্ছে তাই দ্রুত রোগ শনাক্ত করা হচ্ছে। এ বছরই প্রথমবারের মতো বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই কিট ব্যবহার করা হচ্ছে। তাছাড়া তিনি আরও বলেন, ডেঙ্গু বহনকারী এডিস মশা কামড়ায় তাই মশা নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষকে ফুল প্যান্ট ফুল শার্ট পরে কাজ করতে বলা হয়েছে। বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প বসিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়া পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান ডাঃ তপন মজুমদার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করবেন, তাই জ্বর হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত ​​পরীক্ষা করাতে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service