জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার সিআইটিইউ সদর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে সিআইটিইউ সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত রাজ্য সরকার শ্রমিকদের জন্য যে ই – শ্রমিক পোর্টাল চালু করেছেন তাতে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ভূমিকা রয়েছে বলে জানান । কেননা রাজ্যে লকডাউন চলাকালীন রাজ্যের এবং বহিঃরাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন এবং সেই সমস্যার কারণে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে, সেদিকে লক্ষ রেখে শুভানুকাঙ্খী জনদরদী কিছু মানুষ তাদের এই সমস্যাগুলো নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এই সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছিলেন যার ফলস্বরূপ রাজ্য সরকার এই ই – শ্রমিক পোর্টাল চালু করেছেন। একদিকে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর চাপ অন্যদিকে সুপ্রিম কোর্টের চাপে রাজ্য সরকার এই পোর্টাল চালু করতে বাধ্য হয়েছেন বলে জানান। তাছাড়া বর্তমান সরকারের আমলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও সরব হলেন সিআইটিইউ সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত, তিনি বলেন বিগত বা সরকারের আমলে পুর নিগমের বিভিন্ন এলাকা এবং বাজারগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হতো যা সকালে যারা প্রাতঃভ্রমণে বেরোতেন ওনারা প্রত্যক্ষ করতেন পুর নিগমের সাফাই কর্মীরা সাফাই কাজে লেগে পড়েছেন। কিন্তু বর্তমান সরকারের আমলে সেই দৃশ্য মুছে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজ্য
ই – শ্রমিক পোর্টাল চালুতে রয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়নের ভূমিকা- শঙ্কর প্রাসাদ দত্ত
- by janatar kalam
- 2021-11-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this