2025-01-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নির্বাচনী প্রচারে প্রার্থী অলক ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার সকালে আগরতলা পুর নিগমের ২১নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অলক ভট্টাচার্যী বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন। আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যাশা নিয়ে প্রচারে বের হন তিনি।২১নং ওয়ার্ডের প্রার্থী হিসাবে এলাকার বিজেপি কর্মী সমর্থক রা প্রত্যেকে উনাকে রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবে ভালোবাসেন। এলাকার জনগণের অনেক প্রত্যাশা ও অনেক আশা এখনো রয়ে গেছে তাই এইবার৯৫শতাংশ বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা বিজেপি প্রার্থী অলক ভট্টাচার্যী। বিগত 25 বছরের বাম জমানায় পৌরনিগমের ব্যর্থতা সে ব্যর্থতাকে সম্পন্ন করতে বি জিপি পৌর নিগন নির্বাচনে ক্ষমতা আসন্ন হবেন এবং জনগণের মৌলিক অধিকার সেগুলোকে পূরণ করা সাকল জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিপুল ভোটে জয়লাভ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।সংবাদ মাধ্যের সাথে কথা বলতে গিয়ে জানান পৌর নিগন এলাকার জনগণের অনেক কিছু সমস্যা রয়ে গেছে সেই সমস্যাগুলো পূরন করাই হবে প্রথম কাজ বলে জানান। এদিনের এই প্রচারের দায়িত্বে ছিলেন বিজেপি নেতা আশিস পাল সহ অন্যান্যরা ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service