জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার যথাযোগ্য মর্যাদায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন ছাত্রযুব ভবনে সংগঠন এর পতাকা উত্তলন করেন ডিওয়াইএফআই সভাপতি পলাশ ভৌমিক। এদিনের অনুষ্ঠানে শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন DYFI সভাপতি পলাশ ভৌমিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান DYFI আমাদের রাষ্ট্রে উন্নত সমাজ ব্যবস্থা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি আমাদের দেশে ধর্মের নামে, জাতপাতের নামে রাজনীতি চলছে। আর আমাদের রাজ্য ত্রিপুরায় বেকারদের যে স্বপ্ন সরকারী চাকরীর তাই নেই বললেই চলে, আর যারা কাজ করছেন তাদেরকে ছাটাই করা হচ্ছে। আর বামপন্থী ছাত্রযুব কর্মী কিংবা সাধারণ মানুষের উপর ফ্যাসিস্টসুলভ আক্রমণ চালানো হচ্ছে এই জায়গায় দাড়িয়ে আজ DYFI এর ৪২তম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে বলে জানান। তাছাড়া এই দিনের মধ্যে দিয়ে সাধারন মানুষের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার শপথ নেন। এই দিবস উপস্থিত ছিলেন DYFI সভাপতি পলাশ ভৌমিক এবং সম্পাদক নবারুন দেবসহ অন্যান্যরা।
রাজ্য
যথাযথ মর্যাদায় পালিত হল DYFI এর ৪২তম প্রতিষ্ঠা দিবস
- by janatar kalam
- 2021-11-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this