2024-12-18
agartala,tripura
রাজ্য

ফিল্ড আউট রিচ বিউরো আগরতলা ইউনিটের উদ্যোগে সচেতনতা শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ফিল্ড আউট রিচ বিউরো আগরতলা ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এক প্রদর্শনী ,আলোচনাচক্র ও ক্যুইজ প্রতিযোগিতা,পশ্চিম জেলার মোহনপুর মহকুমার পটু নগর হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জিলা পরিষদের সহ সভাধিপতি হরি দুলাল আচার্য, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মহিতোষ আচার্য,অনুষ্ঠানে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন গান্ধীগ্রাম পিএইচসির মেডিকেল অফিসার ডা, অংকুর রায় ও ডা, জিষ্ণু নাথ,এদিন স্বাগত ভাষণ রাখতে গিয়ে ফিল্ড আউ রিচ বিউরো আগরতলা ইউনিটের অফিসার ইনচার্জ এইচ কে চ্যাং স্বাধীনতার 75 তম বর্ষে আজাদী কা অমৃত মহোৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন, এছাড়াও করোণা টিকাকরণের সারা বিশ্বের মধ্যে ভারত বর্ষ প্রথম একশো কোটি টিকাকরণের রেকর্ড সৃষ্টির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন,অনুষ্ঠান শুরুর আগে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ওপর ছাত্রছাত্রীদের মধ্যে একটি মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে উপস্থিত বিশিষ্ট অতিথিরা আকর্ষণীয় পুরস্কার তুলে দেন,এছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উপর তথ্যচিত্র সম্বলিত একটি প্রদর্শনী মন্ডপ করা হয়েছে, প্রদর্শনীতে ছাত্রছাত্রীসহ আগত অতিথি বৃন্দদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝানো হয়,বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী পুরো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,বিশিষ্ট অতিথিদের আলোচনার ফাঁকে ফাঁকে সরোজ সাংস্কৃতিক সংস্থা কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশন করা হয়,গান নৃত্য ও সর্বশেষ জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে,এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমাধব সাহা ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ফিল্ড আউটরিচ বিউরো আগরতলা ইউনিটের এজাতীয় অনুষ্ঠানের উচ্চ প্রশংসা করেন,পাশাপাশি আগামী দিনেও এ ধরনের কর্মসূচি বিদ্যালয়ে রুপায়ন করার আবেদন জানান,

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service