জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মজয়ন্তী। রাজধানীর আগরতলা পোস্ট অফিস চৌমহনী স্থিত প্রদেশ ভবনে কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা প্রথমে জাতীয় কংগ্রেসের ফ্ল্যাগ উন্মোচন করেন তারপর গান্ধীর ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন । এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মহাত্মা গান্ধীর আদর্শ এবং চিন্তাধারা সারা পৃথিবী বুঝতে পারছে যে অহিংসাই আসল মন্ত্র, বর্তমান দেশে যে সরকার শাসন করছেন জাতির জনক মহাত্মা গান্ধী কে যে হত্যা করেছিলেন তাকে আজকের দিনে বীরপুরুষ বলে আখ্যায়িত করেন এইটাকে তিনি আজকের দিনে তীব্র ভাষায় নিন্দা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা।
রাজ্য
১৫২তম মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের
- by janatar kalam
- 2021-10-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this