জনতার কলম ত্রিপুরা, আমবাসা,প্রতিনিধি :- পূর্বের শত্রুতার জেরে আমবাসা মহকুমার কুলাই হামলা চালায় একই দলের বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি লাল্টু সাহা, এমনই অভিযোগ করেন অমল দেবনাথ, ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অমল দেবনাথ এর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই সময় অমল দেবনাথ বাড়ির বাইরে ছিল, তার স্ত্রী ও মেয়ে অনুষ্ঠানে ছিল, সেই কাজে লাগিয়ে পূর্বশত্রুতার জেরে অমল দেবনাথ এর বাড়িতে হামলা চালায় বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি লান্টু সাহা, এমনই অভিযোগ করেন তিনি।
অমল দেবনাথ জানায় তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা, ঘরের বিভিন্ন জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয়। এ বিষয়ে অমল দেবনাথ আমবাসা থানায় নামধাম সহকারে অভিযোগ করেছে,
এখন দেখার বিষয় আমবাসা থানার পুলিশ কতটুকু বাহাদুরি দেখায়। নাকি মীমাংসার পথে হাঁটে পুলিশ ।শাসক দলের মধ্যে দুই নেতার এমন কর্মকান্ড দেখে হতভম্ব সাধারণ মানুষ।
রাজ্য
শাসকদলের এক যুব নেতার বাড়িতে হামলা ও হুজ্জতি
- by janatar kalam
- 2021-09-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this