2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মুখ্যমন্ত্রীর হাত ধরে ৩৬৫১ ভোটার বিজেপিতে

জনতার কলম প্রতিনিধিঃ- আজ সাব্রুমের মেলার মাঠে ভারতীয় জনতা পার্টির প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এই জনসভায় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জীর বিকাশের ধারায় বিশ্বাস রেখে আজ বিভিন্ন দল থেকে ১১৮৭ পরিবারের ৩৬৫১ জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। বর্তমানে রাজ্যে এক নতুন ধারায় সরকার পরিচালিত হচ্ছে। কিভাবে দল মত নির্বিশেষে স্বচ্ছতার সঙ্গে মানুষের সার্বিক কল্যানে কাজ করতে হয়, বর্তমানে সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছেন রাজ্যের মানুষ। এই সমাবেশে রাজ্যের সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে, আমি বিশ্বাসী প্রধানমন্ত্রীর বিকাশের ধারায় সরকারের কর্মপরিকল্পনা সঠিক দিশায় চলছে বলে। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service