জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারতীয় মজদুর সংঘ সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এই সংগঠন কোনো রাজনৈতিক চিন্তাধারায় উদ্বুদ্ধ নয় সেই সংগঠনের অফিস ভাঙচুর চালানো হয়, তারই পরিপ্রেক্ষিতে রবিবার ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজধানী আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। গত 6 সেপ্টেম্বর সিপাহীজলা জেলার ধনপুড়ে শাসক ও বিরোধী দলের রাজনৈতিক সন্ত্রাসে ভাঙচুর করা হয় রাজনৈতিক দলের পার্টি অফিসগুলো। গুরুতর আহত হন কর্মীরা, ঘটনাস্থলে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা প্রদর্শন করার কারণে সন্ত্রাস ছড়িয়ে পরে পুরো এলাকায়।
ওই সময়ে ভারতীয় মজদুর সংঘের অফিস ঘর ভাঙচুর করা হয় এবং অফিসে থাকা সংগঠনের কর্মীরা ভয়ে পালিয়ে যান এই ঘটনার তীব্র নিন্দা জানান ত্রিপুরা প্রদেশ ভারতীয় মজদুর সংঘ তাই রবিবার ত্রিপুরা প্রদেশ ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে প্রতিবাদ জানান এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সভাপতি শংকরদেব সংবাদমাধ্যমকে জানান এই ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
রাজ্য
ভারতীয় মজদুর সংঘের কার্যালয়ে ভাঙচুর চালানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিএমএস
- by janatar kalam
- 2021-09-12
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this