2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পুলিশি বর্বরতার বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ প্রদর্শন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গতকাল পুলিশ প্রশাসন কর্তৃক সাধারণ ছাত্রছাত্রীদের ওপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে স্থিত স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এক ধর্ণা কার্যক্রমের আয়োজন করা হয়েছে ৷ গতকাল শিক্ষাভবনে ডিএলএড এর ছাত্র ছাত্রীদের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে তাতে করে 25 জন ছাত্র ছাত্রী আহত হন তার মধ্যে ৮জনএখনো জি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। ডিএলএড এর ছাত্র ছাত্রীদের উপর পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে তার জন্য দায়ী সদর এসডিপিও রমেশ যাদব ওপুলিশ আধিকারিক সামন্ত ভট্টাচার্যী তাদের নেতৃত্বে এই আক্রমণ সংঘটিত হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গতকাল ডিএলএড এর ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষাভবনে দপ্তরের অধিকর্তার কাছ থেকে সিদ্ধান্ত নেবার জন্যই আন্দোলনে বসে ছিলেন কিন্তু পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তা কখনো ভাবার মতো নয়। বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে আগরতলা স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম এর স্বামীজীর মূর্তির পাদদেশে ধর্না প্রদর্শন করে তারা জানান দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ছাত্র ছাত্রীদেরকে লাঠিপেটা করে কণ্ঠ রোধ করা যায় না এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর রাজ্য রাজ্য সম্পাদক জানান প্রীতম পাল বাইট তারা তাদের দাবিতে অনড় থাকবেন এবং এই ধরনের ঘটনার জন্য শিক্ষা দপ্তরের অধিকর্তার ও সচিবের বরখাস্তের দাবি জানান তিনি আরো বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভালো চলছে না তাই এরকম অবস্থার জন্য সরকার দায়ী জনগণ তার সঠিক জবাব দিবে বলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর এ আন্দোলন আগামী দিনে জারি থাকবে বলে জানান ত্রিপুরা প্রদেশ সম্পাদক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service