জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারো ডিএলএড পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা দপ্তর ঘেরাও করল ছাত্রসংগঠন এবিভিপি সহ ডিএলএড এর ছাত্র ছাত্রীরা, তাদের দাবি দপ্তর যেন অতিসত্বর তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। এর আগেও বিভিন্ন সময়ে ঘেরাও এবং ডেপুটেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না বলে জানান এবিভিপির নেতা, তাই বাধ্য হয়ে মঙ্গলবার আবারও ঘেরাও করেন। করোণা মহামারীর কারণে ছাত্র-ছাত্রীদের ভিষন সংকটের মুখে এসে পড়ছে তাই গত শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিয়ে তিন দিন এর সময়সীমা বেঁধে দিয়েছিলেন কিন্তু সোমবার বিকাল পর্যন্ত তিন দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেয়নি ছাত্র-ছাত্রীদের জন্য। তাই মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও ছাত্র-ছাত্রীরা শিক্ষাদপ্তর ঘেরাও করে এইদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সভাপতি রুপমকর সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে বলেনবাইট ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে শিক্ষা দপ্তর এখনো উদাসীন তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে তাই যতক্ষণ পর্যন্ত শিক্ষা দপ্তর কোন সিদ্ধান্তে গিয়ে না পৌছেন ততক্ষণ পর্যন্ত ধারণা জারি থাকবে বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র-ছাত্রীদের জন্য সবসময় তাদের পাশে থাকবেন এবং থাকবেন।
রাজ্য
ডিএলএড পরীক্ষা নিয়ে আবারো শিক্ষা দপ্তর ঘেরাও ছাত্রসংগঠন এবিভিপি সহ ডিএলএড ছাত্র ছাত্রীদের
- by janatar kalam
- 2021-09-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this