2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

খাঁচা বন্দি ২টি ময়না পাখিকে উদ্ধার করলো বনদপ্তর

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- আজ সোমবার তেলিয়ামুড়া শহরের বুকে জৈনক এক যুবকের কাছ থেকে উদ্ধার হলো খাঁচায় বন্দী দুইটি বিলুপ্ত প্রায় ময়না পাখি । ঘটনা তেলিয়ামুড়া বন-দপ্তরের অধীন করইলং স্থিত খোয়াই চৌমুহনী এলাকায় । জানা গেছে ওই যুবকের নাম প্রণব সরকার । বয়স আনুমানিক ৩১ বছর । ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার তেলিয়ামুড়া বন-দপ্তরের অধীন করইলং স্থিত খোয়াই চৌমুহনী এলাকায় স্থানীয় পথ চলতি সাধারণ মানুষ হঠাৎ এক যুবকের কাছে ব্যাগের মধ্যে ছোট্ট একটি খাঁচায় বন্দী দুটো ময়না পাখি দেখতে পায় । অতঃপর সঙ্গে সঙ্গেই পথ চলতি সাধারণ মানুষ ওই যুবককে চোখে চোখে রেখে গোপন মারফত খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বন-দপ্তর আধিকারিকদের । খবর পেয়েই তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বন-দপ্তর আধিকারিকের একটি বিশেষ টিম তড়িঘড়ি করে তেলিয়ামুড়ার করইলং স্থিত খোয়াই চৌমুহনী এলাকায় এসে প্রণব সরকার নামে ওই যুবককে আটক করে । পাশাপাশি ওই যুবকের কাছ থেকে উদ্ধার ব্যাগের মধ্যে জোর কদমে তল্লাশি চালায় তেলিয়ামুড়া বন-দপ্তর আধিকারিকের বিশেষ টিম । তল্লাশি চলাকালে ওই যুবকের কাছ থেকে উদ্ধার ব্যাগের মধ্যে থেকে একটি খাঁচায় বন্দী দুটি বিলুপ্তপ্রায় ময়না পাখি আটক পরে বন-দপ্তর আধিকারিকের বিশেষ টিম । সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া বন দপ্তরের বিশেষ টিম ওই যুবক প্রণব সরকারকে আটক করে তেলিয়ামুড়ার গামাইবাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে । পরবর্তীতে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ আটককৃত যুবক প্রণব সরকারকে জোর জিজ্ঞাসাবাদে জানতে পারে যে সে এই বিলুপ্ত প্রায় ময়না পাখি গুলি ধলাই জেলার আমবাসার জিওলছড়া বাজার এলাকার কোন এক স্থান থেকে নিজ বাড়িতে লালন-পালন করার জন্য মূলতঃ নিয়ে যাচ্ছিল । পরবর্তীতে এইদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ নিজ প্রতিক্রিয়ায় জানান, যে কোন ধরনের বন্য প্রাণী বা পাখি যাই হউক খাঁচায় বন্দী করে রাখা মূলতঃ আইনত দণ্ডনীয় বলে গ্রহণযোগ্য । তাই আগামী দিনেও আর কোনো সাধারণ মানুষ যেন এই রকম ভুল না করে তার জন্য তিনি জন সাধারণের উদ্দেশ্যে একটি বিশেষ সতর্ক বার্তা দেন । এছাড়াও তিনি আরও জানান যে, প্রণব সরকার নামে জৈনক যুবকের কাছ থেকে আটককৃত এই বিলুপ্ত প্রায় দু’টো ময়না পাখিগুলো আগামী দিনে আদালতের নির্দেশানুক্রমে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে । পাশাপাশি তথাকথিত যুবক প্রণব সরকারের বিরুদ্ধেও এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আদালতের নির্দেশানুক্রমেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে তেলিয়ামুড়া বনদপ্তর কর্তৃপক্ষ ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service