2024-12-19
agartala,tripura
রাজ্য

মালবাহী অটো ও ৬ চাকা ট্রাকের সংঘর্ষে আহত হয় মালবাহী অটো চালক

জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের একবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তথা তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র অম্পি চৌমুহনী এলাকায় । উল্লেখ্য, অম্পি চৌমুহনী এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে একটি ৩ চাকা মালবাহী অটো ও ৬ চাকা ট্রাকের সংঘর্ষে অল্পবিস্তর আহত হয় ৩ চাকার মালবাহী অটো চালক । ঘটনার বিবরণে জানা যায় আজ সোমবার বিকাল আনুমানিক ৩ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার এলাকা থেকে TRO6-B-1525 নম্বরের একটি মালবাহী ৩ চাকার অটো ট্রাক তেলিয়ামুড়া বাজারে আসার পথে অম্পি চৌহমুনী এলাকায় আসতেই ৬ চাকার একটি মালবাহী ট্রাক গাড়ি এই ৩ চাকার অটো মালবাহী গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় । এই সংঘর্ষের জেরে অটো গাড়িটি অম্পি চৌমুহনীতে জাতীয় সড়কের মধ্যেই দুমড়ে মুড়চে উল্টে যায় । যদিও এতে অল্পবিস্তর আহত হয় অটো চালক । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা । এইদিকে এই ঘটনায় সাথে সাথেই স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দৌড়ে ছুটে এসে অটো চালককে তড়িঘরি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । যদিও এইদিকে আবার ঘাতক ওই ৬ চাকা ট্রাক গাড়িটি জাতীয় সড়কের মধ্যে অটো গাড়িটিকে ধাক্কা দেওয়ার পর দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service