2024-12-18
agartala,tripura
রাজ্য

গণতান্ত্রিক অধিকার রক্ষার মধ্য দিয়ে সমাজের মঙ্গল সম্ভব -জিতেন্দ্র চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার জিএমপি কৃষ্ণনগর লোকাল কমিটির পক্ষ থেকে রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় সভ্যপদ সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রতিবছরই রাজ্যের উপজাতী অংশের মানুষদের কাছ থেকে এই সভ্যপদ সংগ্রহ করা হয়। তাছাড়া এদিন তিনি সংগঠনের মূল লক্ষ্য নিয়ে বলতে গিয়ে জানান গণমুক্তি পরিষদ উপজাতি ভিত্তিক সংগঠন হলেও জাতি উপজাতি সমস্ত অংশের সব ধর্মের মানুষদের গণতান্ত্রিক অধিকার রক্ষার মধ্য দিয়ে সমাজের মঙ্গল সম্ভব। তাই গণমুক্তি পরিষদ কোন ভেদাভেদ না রেখেই সমস্ত অংশের মানুষের স্বার্থে কাজ করে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service