2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গাজা পাচারকালে গাজা বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য খোয়াই জেলা ট্রাফিক পুলিশের

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাজধানী শহরের বিপ্লবী থানাগুলোকে গাঁজা মাফিয়ারা আবারো অনন্য কৌশলে নিজদের হাতে কায়েম রেখে গাঁজা মাফিয়াদের গাঁজা পাচারকালে গাঁজা বিরোধী অভিযানে নেমে বরাবরের মতোই ফের একবার বিরাট সাফল্য অর্জন করে খোয়াই জেলার ট্রাফিক পুলিশের “DSP” বিক্রমজিৎ শুক্ল দাসের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ বাহিনী । ঘটনা আজ শুক্রবার দুপুর আনুমানিক ৩ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে । “একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বরাবরের মতোই বলে চলেছেন “নেশামুক্ত ত্রিপুরা গড়ার” আর অন্যদিকে রাজ্যের নেশা মাফিয়ারা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-র নির্দেশকে একপ্রকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বরাবরের মতোই চালিয়ে যাচ্ছে “নেশার রমরমা বাণিজ্য” । আর বর্তমানে মুখ্যমন্ত্রীর “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার স্বপ্ন যে কোনদিনও বাস্তবের মাটিতে পরিণত হতে দেবে না তা ফের একবার চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিলো গাঁজা মাফিয়ারা বলা চলে । উল্লেখ্য, একটি পণ্যবাহী ১২ চাকার লড়িতে ট্রাফিক পুলিশির তল্লাশিতে পণ্যবাহী লড়ি থেকে উদ্ধার হয় ৩২ প্যাকেট তথা ৩০৩ কেজি ৫০০ গ্রাম অবৈধ শুকনো গাঁজা । যার বাজারমূল্য প্রায় ১৬ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে । এইদিকে সঙ্গে সঙ্গেই আটক করা হয় গাড়ির চালক ও সহ-চালক কে । ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ বাহিনী নিত্যদিনের মতোই তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ির নাকা চেকিং পয়েন্টের বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে ভেহিকেল চেকিং করতে বসে । আর ঠিক এমন সময়েই তথা ভেহিকেল চেকিং চলাকালীন আগরতলা অভিমুখী থেকে তেলিয়ামুড়ার দিকে তীব্র বেগে আসছিল একটি পণ্যবাহী ১২ চাকার লরি । যার নম্বর NL 01 L 5416. উল্লেখ্য, তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশের কর্তব্যরত বাহিনী পণ্যবাহী লড়িটির গতি অভিমুখ দেখে কিছুটা সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ বাহিনী উঠে দফায় দফায় পুরো দমে তল্লাশি চালায় । পুলিশি অভিযান চলাকালে ওই পণ্যবাহী লড়িটির আলাদা নির্মিত স্টোর রুম থেকে উদ্ধার হয় ৩০৩ কেজি ৫০০ গ্রাম তথা ৩২ প্যাকেট অবৈধ শুকনো গাঁজা । যার বাজারমূল্য প্রায় ১৬ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায় । এইদিকে আবার একটি সূত্র মারফত জানা যায় এই গাড়িটি যখন মেলাঘর থেকে আসে তখন রাজধানীর খয়েরপুরের বাইপাস সংলগ্ন কোন এক এলাকা থেকে নাকি গাছগুলো এই গাড়িতে লোডিং করা হয় । তবে বহিঃরাজ্য আসামের শিলচরে পাচারের উদ্দেশ্যেই এই গাঁজা বুঝাই গাড়িটি পাড়ি দিচ্ছিল । এই খবর পেয়েই তড়িঘরি করে ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই জেলার ট্রাফিক পুলিশের “DSP” বিক্রমজিৎ শুক্ল দাস সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল পুলিশ ও “TSR” বাহিনী । পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ গাঁজা বুঝাই এই পণ্যবাহী গাড়িটি সহ গাড়ির চালক ও সহ-চালক কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । এইদিকে আজ শুক্রবার তেলিয়ামুড়া হাট-বাজারের দিন প্রকাশ্যে দিন দুপুরে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশের এই বিরাট গাঁজা বিরোধী অভিযানে সাফল্যে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলজুড়ে খুশির বাতাবরণ বিরাজ করছে ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service