জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের ছাত্র-ছাত্রীদের যেকোন সমস্যার সময় এগিয়ে এসেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কিন্তু ডিলেড সহ রাজ্যের বিভিন্ন ডিগ্রী কিংবা ডিপ্লোমা কলেজের ছাত্র-ছাত্রীরা নিজেদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছে, কিন্তু রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর কখনো বা অনলাইন কখনো বা অফ্লাইন পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আসছেন। তাই রাজ্যের উচ্চশিক্ষার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যেন কোন প্রশ্নবোধক চিহ্ন না থাকে সেদিকে লক্ষ্য রেখে মাননীয় উচ্চ শিক্ষা দপ্তরে উচ্চশিক্ষার শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এক ডেপুটেশন প্রদান করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন বিদ্যার্থী পরিষদ এর এক সদস্য জানান ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধানে যেকোনো প্রান্তে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দাঁড়িয়ে আছে, তাই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যেন কোন প্রকার ছেলেখেলা বা প্রশ্নবোধক না তৈরি হয় তার দাবি রাখেন। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় তার জন্য রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করার জন্যও আহ্বান রাখেন।
রাজ্য
D.EL.ED এর পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় উচ্চ শিক্ষা দপ্তরে এবিভিপি ত্রিপুরা প্রদেশের ডেপুটেশন
- by janatar kalam
- 2021-09-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this