2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করবে না- সুস্মিতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল রাজ্যে এসেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। গতকাল রাজ্যে এসে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আলাপ-আলোচনায় ব্যস্ত থাকেন। আজ দলীয় কর্মসূচি শুরু করার পূর্বে উদয়পুরে মা ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে যান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব এবং সেখানে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর প্রতি বার্তা রাখেন যে তৃণমূল কংগ্রেস কোন প্রকার হিংসার রাজনীতির পথে হাঁটবেন না এবং জনস্বার্থে তৃণমূল কংগ্রেস কাজ করে যাবে। তাছাড়া তিনি বলেন রাজ্যবাসীকে যে কথাটা দিয়েছেন তা যেন সফলভাবে করা যায় সেই প্রার্থনা টুকুই নিয়ে মা ত্রিপুরেশ্বরী কাছে আসা এবং তিনি মা ত্রিপুরেশ্বরী আশীর্বাদে এই কাজে তৃণমূল কংগ্রেস সফল হবেন বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি এদিন মাতাবাড়ি থেকে ফেরার পর রাজধানী আগরতলা বেসরকারি একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে মিলিত হবেন তিনি এবং আগামী দিনের দলের কর্মসূচি তুলে ধরবেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service