2024-12-20
agartala,tripura
রাজ্য

স্কুলের বাউন্ডারি, পানীয় জল, এবং বিদ্যুৎ এর দাবি তুললেন ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা

জনতার কলম প্রতিনিধিঃ- বড়জলা পূর্বপাড়া ওয়ার্ড নং 3 জে বি স্কুলে নানা সমস্যা রয়েছে। স্কুল টিতে পানীয় জলের ট্যাংকি নেই।যার ফলে ছোট ছোট কচিকাঁচা শিশুদের কল চেপে জল খেতে হয়। ছোট ছোট শিশুরা কল চাপতে পারেনা।যার ফলে অনেক সময় প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের পানীয় জলের পিপাসা হলে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের কে কল চেপে সাহায্য করে জল খাবার জন্য। স্কুলটির আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো স্কুলটিতে বিদ্যুৎ সংযোগ নেই। যার ফলে গরমের দিনে ছোট ছোট শিশু ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে ভীষণ সমস্যা হয়। অথচ স্কুলের সীমানা ঘেঁষে গিয়েছে বিদ্যুৎ লাইন। বহুদিন যাবৎ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ইনস্পেক্টর অফ স্কুল কে জানিয়েছেন। এবং তিন বছর আগেও স্কুলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য দরখাস্ত জমা দিয়েছেন বলে জানিয়েছেন স্কুলের ইনচার্জ মণিভূষণ সরকার।এবং স্কুলের এসএমসি কমিটি সঙ্গেও আলোচনা করেছেন স্কুলটিতে কিভাবে বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়। চেষ্টা করছেন স্কুলের এসএমসি কমিটি ও। স্কুলটির আরেকটি সমস্যা বলেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা রা। স্কুলটিতে বাউন্ডারি নেই। অথচ স্কুলটির সীমানা দিয়ে গিয়েছে দুটি রাস্তা। ছাত্র-ছাত্রীরা যখন স্কুলটির মাঠে খেলা করে তখন দুটি রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত করে। বাউন্ডারি না থাকার ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন। সব সময় চিন্তিত থাকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের নিয়ে। বাউন্ডারি না থাকার ফলে এলাকার বেশ কয়েকজন গো/পালকস্কুল চলাকালীন সময়েও স্কুলের শ্রেণি কক্ষের সামনে গবাদিপশু বেঁধে দেয়। যার ফলে যেকোনো সময় গবাদি পশু ডুসা পারে ছাত্র-ছাত্রীদের। এই নিয়েও চিন্তিত স্কুলের শিক্ষক শিক্ষিকা রা। স্কুলটি চতুর্দিকের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। বাউন্ডারি হলে স্কুলের বিভিন্ন নথিপত্র সুরক্ষিত থাকবে। স্কুল টি তে রয়েছে বর্তমানে 29 জন ছাত্র-ছাত্রী। শিক্ষক শিক্ষিকা রয়েছে তিনজন।স্কুলটিতে যাতে অতি দ্রুত পানীয় জলের ট্যাঙ্ক বাউন্ডারি এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তার জন্য ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার অভিভাবক অভিভাবিকা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও দাবি তুলেছেন।এখন দেখার ব্যাপার রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর স্কুলটিতে পানীয় জলের ট্যাংকি বিদ্যুৎ লাইন এবং বাউন্ডারি নির্মাণে কতটুকু তৎপর হয়?

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service