জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- প্রত্যেকদিন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক হাতে একটি কাগজ নিয়ে নামের লিস্ট পরে শুনিয়ে বলেন যে আজ বিভিন্ন দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলে। কিন্তু কারা সেই ব্যাক্তিগন তা কিন্তু ক্যামেরার লেন্সে ধরা পরে না , প্রত্যেক দিনই যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদেরকে সামনে রেখেই দলীয় স্লোগান তোলে যোগদান কাজ সম্পন্ন করা হয়েছে। জানা গিয়েছে আজও বিভিন্ন দল ত্যাগ করে ১৮ পরিবারের ৯৬জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু নেই দলে যোগদানকারীদের লোকেদের চেহারা , অন্যান্যদিনের মতো আজও এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র পরিষদের নেতৃত্বসহ তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। প্রত্যেকদিন তৃণমূল কংগ্রেসের যোগদান অব্যাহত রয়েছে কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৩ সালে হলেও এখন থেকেই তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার গঠনের দ্বিবা-স্বপ্ন দেখছেন। এদিন যোগদান সভা শেষে তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক শাসক দলের তপশিলি জাতি নতুন মন্ত্রীদের শপথ নিচ্ছেন ভগবান দাস এর প্রতি অভিযোগ তুললেন এবং তার এস সি সার্টিফিকেট জাল বলেও দাবি করেন তিনি। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা না জেনে শুনে ওবিসি ভুক্ত একজন জাল এ সি সার্টিফিকেটধারী বিধায়ককে মন্ত্রী পদে স্থান দিয়েছেন তার জন্য তৃণমূল কংগ্রেস ওই মন্ত্রী ভগবান দাস এর বিরুদ্ধে তদন্ত করার দাবি করেন। বিগত বাম আমলে ভগবান দাস এর বোন মিনা দাস কুমারঘাট এর পুরো নিগমের কাউন্সিলর ছিলেন সেই সময়ে কুমারঘাট এর লোকজন জেলা প্রশাসকের নিকট তার এসসি সার্টিফিকেট জাল বলে তদন্ত করার নির্দেশ দিলে সেই সময়ে জেলাশাসক তদন্ত করে মিনা দাস কে বরখাস্ত করেন সেই জায়গা তার আপন ভাই ভগবান দাস কিভাবে তপশিলি জাতি ভুক্ত মন্ত্রী হতে পারেন তার সম্পূর্ণ তথ্য তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক।
রাজ্য
তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার গঠনের দ্বিবা-স্বপ্ন দেখছেন
- by janatar kalam
- 2021-08-31
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this