2024-12-18
agartala,tripura
রাজ্য

আনুষ্ঠানিক সূচনা হল রাজ্য ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব, সুস্থ্য কৈশোর অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব, সুস্থ্য কৈশোর অভিযানের (স্পেশাল ড্রাইভ) রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের সূচনা হয়। রাজ্যের ১৩ লক্ষ শিশু ও কিশোর কিশোরীদের পক্ষকালব্যাপী বিশেষ অভিযানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে ১৫ দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী এই অভিযানের মূল লক্ষ্য নিয়ে বলতে গিয়ে জানান নব প্রজন্মের সুন্দর ও রোগমুক্ত সুরক্ষিত ভবিষ্যত নির্মাণ এবং ১লা সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর অভিযান শুর হবে। ০ থেকে ১৯ বছর বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের বয়স অনুযায়ী কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো এবং ORS প্যাকেট, আয়রন ও ফলিক বিতরণ করা হবে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা পৌঁছে দেবেন। তাছাড়া কোভিড টিকাকরণের মত সবার সহযোগিতায় এই পদক্ষেপটিও সফলতার সঙ্গে বাস্তবায়িত হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service