জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্ব সহায়ক দলের সদস্যাদের এক মত বিনিময় কর্মসূচি আয়োজন করা হয় এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় গ্রামীন বিকাশ ও পঞ্চায়েতরাজ মন্ত্রী গিরিরাজ সিং। এদিন কেন্দ্রীয় গ্রামীন বিকাশ ও পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং এর উপস্থিতিতে বিভিন্ন সহায়ক দলের মধ্যে একযোগে 35 কোটি টাকার ঋণ মঞ্জুর পত্র তুলে দেওয়া হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন আত্মনির্ভরতার মূল শর্ত – স্বনির্ভর মানসিকতা। ত্রিপুরার অর্থনীতির বুনিয়াদকে আরও শক্তিশালি করার লক্ষ্যে স্বসহায়ক দলের মাধ্যমে মহিলা স্বশক্তিকরণে গুরত্ব দিয়ে আমরা কাজ করছি। যার মূল লক্ষ্য আগামী দিনে মহিলাদের, রাজ্যের অর্থনীতির অর্ধেক ভাগিদার হিসেবে তুলে ধরা। মুখ্যমন্ত্রী হিসেবে আমি যেমন ত্রিপুরাকে এক উন্নত আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ার লক্ষ্যে নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছি, তেমনি আমার রাজ্যের উদ্যমী স্ব-সহায়ক দলের সদস্যারাও নিজ পরিবারের এক এক জন মুখ্যমন্ত্রীর মতো আত্মনির্ভর পরিবার নির্মাণের লক্ষ্যে কাজ করছেন। বর্তমানে সঠিক ব্যবস্থাপনায় প্রায় ছয় গুনের অধিক স্ব-সহায়ক দল তৈরী করে মহিলাদের রোজগার তৈরীর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।
রাজ্য
স্ব-সহায়ক দলের সদস্যারাও মুখ্যমন্ত্রীর মতো আত্মনির্ভর পরিবার নির্মাণের লক্ষ্যে কাজ করছেন- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2021-08-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this