জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- বনদস্যুদের নির্বিচারে বনধ্বংসের লাগাম টানা যেন কোনভাবেই সম্ভবপর হচ্ছে না । বলাই বাহুল্য, প্রায় প্রতিদিনই তেলিয়ামুড়া বনদপ্তরের আধিকারিকদের হাতে আটক হচ্ছে গাড়ি বুঝাই বহু মূল্যবান অবৈধ চেরাই কাঠ । ফের একবার গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের আধিকারিকেরা আজ বৃহস্পতিবার দফায় দফায় অভিযান চালিয়ে একটি চার চাকা মালবাহী “TATA” গাড়ি সহ প্রচুর পরিমাণ বনের বহু মূল্যবান অবৈধ চেরাই সেগুন গাছের কাঠ উদ্ধার করে । ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন চেবরী বাড়ি এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বনদপ্তরের আধিকারিকদের কাছে গোপন সূত্রের ভিত্তিতে আজ বৃহস্পতিবার একটি খবর আসে যে তেলিয়ামুড়ার চেবরী এলাকায় অবৈধ সেগুন চোরাই কাঠ বুঝাই TR 01 AP – 1909 নম্বরের একটি টাটা মালবাহী গাড়ি আসছে । এই খবরের ভিত্তিতেই তেলিয়ামুড়া বনদপ্তরে কর্মীরা দফায় দফায় অভিযান চালিয়ে চেবরী এলাকার জাতীয় সড়ক থেকে অবৈধ চোরাই সেগুন কাঠ সহ মালবাহী গাড়িটিকে আটক করে তেলিয়ামুড়ার বনদপ্তরের কর্মীরা । যদিও সামনে বনদপ্তরের আধিকারিকদের টহলদারি দেখতে পেয়েই গাড়িতে থাকা চালক ও সহ-চালক সহ বাকি অন্যান্যরা সকলেই গাড়ি মাঝ রাস্তায় রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । পরবর্তীতে বনদপ্তরের আধিকারিকেরা এই অবৈধ চোরাই সেগুন কাঠ বুঝাই মালবাহী গাড়িটিকে আটক করে তেলিয়ামুড়াস্থিত গামাইবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে । তবে বনদপ্তরের আধিকারিক সূত্রে জানা গেছে গাড়িতে থাকা ওই অবৈধ চোরাই সেগুন কাঠের বাজার মূল্য প্রায় আনুমানিক ৫ থেকে ৬ লক্ষাধিক টাকা হবে ।।
রাজ্য
গাড়ি বুঝাই বহু মূল্যবান অবৈধ চেরাই কাঠ উদ্ধার
- by janatar kalam
- 2021-08-26
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this