জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বৃহস্পতিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে ত্রিপুরার রিক্সা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। এদিন মানিক দে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান এই সময়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে জান ভাড়া বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের সাথে যে সমস্যা রয়েছে তার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন, তিনি বলেন বিগত সময়ে আগরতলা শহরে প্রচুর রিক্সা চলত কিন্তু এখন অত রিকশা শহরে দেখা যায় না এবং রিক্সা চললেও মানুষ তাতে উঠতে নারাজ, কেননা মানুষের রোজগার নেই কাজ নেই সুতরাং রোজগার ছাড়া মানুষ কিভাবে রিকশায় চলবে। এরমধ্যে চলে এসেছে নিত্য নতুন প্রযুক্তির অটোরিকশা প্রথমে পেট্রোল ও ডিজেল চালিত ছিল আর এখন তা ব্যাটারি চালিত হয়েছে, তারপর পেট্রোল-ডিজেলের যে আকাশছোঁয়া মূল্য তার কারণে জান চালকরা ভাড়া বৃদ্ধি করতে চাইছে, কিন্তু তা নিয়ে সাধারণ মানুষের সাথে জান চালকদের বাকবিতন্ডা লেগেই রয়েছে যার একমাত্র কারণ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং মানুষের রোজগার বলে অভিমত ব্যক্ত করেন।
রাজ্য
আজ মানুষ অসহায়, কাজ নেই, রোজগার নেই- মানিক দে
- by janatar kalam
- 2021-08-26
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this