2024-12-20
agartala,tripura
রাজ্য

সিমেন্ট এর মূল্য বৃদ্ধির পরেও ট্রাক ভাড়া বৃদ্ধি না করায় সিমেন্ট আনা-নেওয়া বন্ধ রাখার ফলে অসুবিধার সম্মুখীন রাজ্যের ব্যবসায়ীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দীর্ঘ চার থেকে পাঁচ দিন ধরে ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সিমেন্টের ভাড়া মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাক ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণ হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি কাছে ট্রাক ভাড়া দাবি উঠে। ডিজেলের মূল্য ৪৫ টাকা ছিল তখন গাড়ি ভাড়া ছিল হাজার ১৯৫০ টাকা। এখন ডিজেলের মূল্য 93 টাকা হলেও সিমেন্টের গাড়ি ভাড়া হয়েছে 1750 টাকা। সিমেন্ট কোম্পানির মালিকরা সিমেন্টের মূল্য বৃদ্ধি করলেও গাড়ি ভাড়া বৃদ্ধি করছে না। তাই সিমেন্ট আনা নেওয়া বন্ধ রাখা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে জানান মিনি ট্রাক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশীষ সাহা। বুধবার শিবনগর স্থিত বিজেপির কার্যালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বক্তব্য গুলি তুলে ধরেন। বিগত কিছু দিন ধরে এই রকম সমস্যা দেখা দিয়েছে বহি রাজ্য গুলিতে তার জন্য এিপুরা রাজ্যের ব্যাবসায়ীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service