জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানী আগরতলা ছাত্রযুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে যেমন আমাদের মধ্যে সুভ্রাতৃত্ববোধ বজায় রাখার প্রেরণা যোগায়, ঠিক একই রকমভাবে রক্তদানও তাই।কেননা বর্তমানে এখন আফগানিস্তানে যে পরিস্থিতি চলছে মানুষ আহত হচ্ছেন, যেহেতু সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না তা সত্ত্বেও রেডক্রস সোসাইটি যারা রয়েছেন তারা একদেশের রক্ত অন্য দেশে পাঠাচ্ছেন। কেননা এই পরিস্থিতিতে সেখানে রক্তদান কর্মসূচি হাতে নেওয়া সম্ভব নয় তাই যাদের দরকার তাদেরকে দেওয়া হবে আর তারাও জিজ্ঞাসা করবে না কোন দেশের রক্ত কোন ধর্মের রক্ত বলে। সুতরাং রক্তদান মহৎ দান আর এই রক্তদান এর মধ্য দিয়েই সমগ্র দেশের মানুষের স্বার্থে তাদের পাশে দাঁড়ানো সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিনের কর্মসূচিতে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
রাজ্য
রাখি বন্ধন এর মত রক্তদানের মধ্য দিয়েও মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা যায়- মানিক সরকার
- by janatar kalam
- 2021-08-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this