জনতার কলম প্রতিনিধি:- প্রথমে দুই অটো চালকের মধ্যে সামান্য বিবাদ।তারপর ধর্মনগরের নয়াপাড়া অফিসে নিয়ে কদমতলার অটো চালকে মারধর।প্রতিবাদে কদমতলার চালকরা একদিনের চাক্কা জ্যাম করে।বিষয়টি মিমাংসা না হওয়ায় রবিবার কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ করে চালকরা। ঘটনার বিবরণে প্রকাশ,গত শুক্রবার তিনটে নাগাদ কদমতলার অটোচালক পিন্টু পাল ও বকবকি এলাকার অটোচালক বিমান দাসের মধ্যে অটোর সিরিয়াল নিয়ে বাকবিতন্ডা হয়। তারপর বিমান দাস ধর্মনগর বি এম এস সম্পাদক রূপক পালকে সম্পূর্ণ ঘটনাটি জানায়। তারপরই বিএমএস সম্পাদক রূপক পাল মদমত্ত অবস্থায় ঘটনাস্থলে আসে এবং ধর্মনগর থেকে কদমতলা গামী সবকটি অটো চলাচল না করার জন্য নির্দেশ দেন। তারপর অপর অটোচালক পিন্টু পালকে অটো স্ট্যান্ডের অফিস কক্ষে গ্রিল বন্ধ করে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার পর শনিবার সকাল থেকে কদমতলা অটো স্ট্যান্ড থেকে কোন অটো ধর্মনগরে যায়নি। ফলে ভোগান্তির শিকার হতে হয়েছে স্থানীয় যাত্রীদের। তখন অটো চালকরা বলেন যে, দুই চালকের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল তা সমাধান না করে উল্টো কদমতলার চালককে মারধর করেন সম্পাদক রূপক পাল। তাতে চরম ক্ষেপে উঠে একাংশ চালকরা।রবিবার কদমতলায় পাল পাড়া সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বসে অটো চালকরা। ফলে চরম সমস্যার সম্মুখীন হন যাত্রীরা৷ বিএম এস সংগঠনের দুই গোষ্টির বিবাদের ফল ভুগ করছে কেনো আমজনতা? কদমতলার অটো চালকরা সাফ জানিয়ে দিয়েছে সমস্যার সমাধান না হলে আন্দোলন উঠবে না। এখন অবধি কোন প্রশাসনিক আধিকারিক আন্দোলন স্থলে আসেননি বলে জানা যায়।
রাজ্য
সামান্য বাকবিতণ্ডাকে কেন্দ্র চাকা জ্যাম কদমতলা অটো চালকদের
- by janatar kalam
- 2021-08-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this