2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রশাসনের কর্মীদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মার নেতৃত্বে রাজ্য মহিলা মোর্চা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শ্রাবণ মাসে হিন্দু ভাইবোনদের মধ্যে রাখী বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু-মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখী বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। আর সেইদিন থেকে শুরু হয়ে আজ অবধি চলে আসছে এই পবিত্র উৎসব। তারই পরিপ্রেক্ষিতে আজ এই মহৎ দিনে মহিলা মোর্চার সভানেত্রী ঝরনা দেববর্মার নেতৃত্বে মহিলা মোর্চার পক্ষ থেকে শহরের বিভিন্ন থানাগুলোতে গিয়ে প্রশাসন কর্মীদেরকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন। এদিন মহিলা মোর্চার সভানেত্রী ঝরনা দেববর্মা রাখি বন্ধন উৎসবের সূচনা নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানান মহাভারতে আছে, একটি যুদ্ধের কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তাঁর অনাত্মীয়া হলেও, তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে, পাশাখেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তাঁর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখীবন্ধনের প্রচলন হয় বলে। এদিনের কর্মসূচিতে মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service