2024-12-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্য তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্য তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত। চলছে দলত্যাগ এবং যোগদানের হিড়িক। রাজ্য তৃণমূল কংগ্রেসে যেভাবে যোগদান পর্ব চলছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্যের মানুষ নতুন সূর্যের আলো দেখতে চাইছে। ফ্যাসিবাদী দলকে শাসকের আসনে বসিয়ে ভুল করেছেন রাজ্যের মানুষ এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাই রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত করার লক্ষেই মানুষ এখন একমাত্র তৃণমূলের উপরেই আস্থা রাখছেন যে সেটা বুঝা যাচ্ছে এই যোগদান পর্বের মধ্য দিয়ে। গতকালের পর আজ আবার পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক এর উপস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতা সুবল ভৌমিক এর বাড়িতে এক যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে প্রায় ৪৬ পরিবারের ১৯৮ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যে ফ্যাসিবাদী দল বিজেপি তালিবানি কায়দায় যে শাসনকার্য চালাচ্ছে তা বেশিদিন টিকবে না এবং এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে তাছাড়া পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নমূলক সরকার চলছে তা দেখে ত্রিপুরার মানুষও তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকছে এবং আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে মা মাটি মানুষের উন্নয়নমূলক সরকার গড়বে বলে আশা ব্যাক্ত করেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service