জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাখীবন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতের কবজিতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারাজীবন তাকে রক্ষা করার শপথ নেয়। এরপর ভাই-বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায়। উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ে সহোদর ভাইবোন ছাড়াও জ্ঞাতি ভাইবোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও রাখীবন্ধন উৎসব প্রচলিত। অনাত্মীয় ছেলেকেও ভাই বা দাদা মনে করে রাখী পরানোর রেওয়াজ রয়েছে। তারই পরিপেক্ষিতে আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে Care সামাজিক সংস্থার উদ্যোগে লঙ্কামুরা বিএসএফ ক্যাম্পে বিএসএফ জওয়ান ভাইদের হাতে রাখি পরিয়ে রাখি উৎসব পালন করা হয় l কেয়ার সামাজিক সংস্থার এক সদস্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিএসএফ জওয়ান ভাইয়েরা একমাত্র দেশবাসীর রক্ষার জন্য এরা নিজেদের পরিবার থেকে দূরে সরে রয়েছেন এবং দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ তাই তাদের পাশে থাকার লক্ষ্যে আজকের এই কর্মসূচি বলে জানালেন তিনি।
রাজ্য
কেয়ার সামাজিক সংস্থার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন
- by janatar kalam
- 2021-08-21
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this