2024-12-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ছাত্রছাত্রীদের স্বার্থে ৮ দফা দাবি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে রাজধানী আগরতলা শিক্ষাভবনে তুলে দিল বাঙালি ছাত্র যুব সমাজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মহামারী করোনা পরিস্থিতির কারণে অনেকদিন ধরেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে একটি ছাত্র বা ছাত্রী একটি জাতির পরিচয় এই ছাত্র বা ছাত্রী শিক্ষার উপর নির্ভর করছে জাতির উন্নয়ন তাই রাজ্যের শিক্ষা দপ্তর এর মাধ্যমে রাজ্যের শিক্ষা মন্ত্রীর নিকট 8 দফা দাবি সনদ তুলে দিলো বাঙালি ছাত্র যুব সমাজ। দাবিগুলি যথাক্রমে যেহেতু করণা মহামারীর কারণে সকালের অবস্থা নাজেহাল এবছর উচ্চ শিক্ষায় ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের সমস্ত রকম ফি মুকুব করা, মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রী ও যেন উচ্চ শিক্ষায় নিজেদের পছন্দমতো বিভাগে ভর্তি হতে পারে তার জন্য সিট বৃদ্ধি করা এবং মাধ্যমিক পরীক্ষায় পাস করা তথা যোগ্য ছাত্রছাত্রীরা যেন বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারে তার জন্য নতুন কিছু বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করা তাছাড়া বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করা বিশেষ করে ইংরেজি অংক বিজ্ঞান বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বিষয় শিক্ষক নিয়োগ করা ইত্যাদি। এদিন বাঙালি ছাত্র-যুবসমাজের ছাত্র সচিব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি উত্থাপন করে রাজ্য সরকার এবং শিক্ষা মন্ত্রী তাদের এই দাবি পূরণে সক্রিয় ভূমিকা নেবেন বলে আশা ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service