2024-12-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে পালন করা হল ‘ওয়ার্ল্ড ফোটোগ্রাফি ডে’

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯ শে অগাস্ট ‘ওয়ার্ল্ড ফোটোগ্রাফি ডে’ উপলক্ষ্যে ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন প্রজন্মের চিত্রসাংবাদিকদের ফটোগ্রাফির ইতিহাস ও ক্যামেরা তৈরির ইতিহাস সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রঞ্জন রায়, সহ সভাপতি সুমন দেবরায়, বরিষ্ঠ চিত্রসাংবাদিক বিকাশ ধর সহ সংগঠনের অন্নান্য সদস্যরা। উপস্থিত সদস্যরা সবাই মিলে কেক কেটে এই দিনটাকে উদযাপন করেন। অনুষ্ঠানে ফটোগ্রাফির ইতিহাস ও ফটোগ্রাফার রঘু রাই এর উপর তৈরি করা দুটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। ফটোগ্রাফির ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সম্পাদক রমাকান্ত দে বলেন, “প্রত্যেক বছর ১৯ অগাস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস ও ফটোগ্রাফির নেপথ্যের আর্ট, ক্রাফ্ট, বিজ্ঞান এবং ইতিহাসের কথা মাথায় রেখে বিশ্বজুড়ে এই দিনটি উদযাপন করা হয়।” “ফটোগ্রাফির ইতিহাস খুঁজতে গেলে পৌঁছে যেতে হয় ১৮৩০ সালে, যখন লুই ডাগে সর্বপ্রথম ফটোগ্রাফিক প্রসেস আবিষ্কার করেন, যার নাম ‘ডাগেরোটাইপ’ এবং দ্য ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব সায়েন্সেস ১৮৩৯ সালের ৯ জানুয়ারি সেই প্রসেসটি ঘোষণা করেন।” “এরপর ফরাসি সরকার ওই বছরেরই ১৯ অগাস্ট দিন থেকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন, সেই থেকেই প্রত্যেক বছর এই দিনটি বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসাবে পালিত হয়।”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service